Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

এটি একটি ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগ, বহি:বিভাগ ও অন্তঃবিভাগ চালু আছে।

জরুরি বিভাগে ২৪/৭ সার্বক্ষনিক সেবা দেয়া হয়।

অন্তঃবিভাগে ভর্তি রোগীদের সার্বক্ষনিক সেবা দেয়া হয়।অপারেশন থিয়েটারে বিভিন্ন ধরনের অপারেশন (সিজার,এপেন্ডিসেক্টমি,হিস্টেরকটোমি,হার্নিয়া) সহ অন্যান্য মেজর ও মাইনর অপারেশন করা হয়।

বহিঃবিভাগে আইএমসিআই কর্নার, পুষ্টি কর্নার, টিবি কর্নার, এনসিডি কর্নার, ব্রেষ্ট ফিডিং কর্নার, ভায়া সেন্টার, সি সি কর্নার, ওআরটি কর্নার, ও ডেন্টাল ইউনিট চালু আছে।অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এর আন্ডারে হোমিওপ্যাথি সেবা চালু আছে।এখানে চক্ষু চিকিৎসার জন্য কমিউনিটি ভিশন সেন্টার এবং ইপিআই কর্নার, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কর্নার চালু আছে।এখানে গর্ভবতী ও প্রসবত্তোর মায়েদের চেকাপের জন্য এএনসি/পিএনসি কর্নার চালু আছে।

প্যাথলজি বিভাগ চালু আছে এবং এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়।

প্রতিষ্ঠান টি সার্বক্ষনিক সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।